আফ্রিকার বতসোয়ানায় ওকাভাঙ্গো ডেল্টা। প্রকৃতির এক অনন্য লীলাখেলার স্থান। কালাহারি মরুভূমি পার হয়ে এসে ওকাভাঙ্গো নদী এখানে তার বাৎসরিক প্লাবনে সৃষ্টি করেছে জলাজমি, তৃণভূমি ও ব-দ্বীপের এক আশ্চর্য ভূ-ভাগ। বিভিন্ন উদ্ভিদ ও প্রানী তাই প্রানপ্রাচুর্যে টগবগ করছে আফ্রিকার দক্ষিণের এই UNESCO World Heritage Site এ। সেখানকার কিছু ছবি বনেপাহাড়ের পাঠকদের সাথে ভাগ করে নিলেন রাজর্ষি ব্যানার্জী।
রাজর্ষি ব্যানার্জী পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, উদ্যোগপতি ও বিশিষ্ট ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার।
Comments